আগামী ২৪ জুন সাউদাম্পটনে বিশ্বকাপের ৩১ তম ম্যাচে বাংলাদেশ ও আফগানিস্তান একে অন্যের মোকাবিলা করবে। বাংলাদেশ দল ইতিমধ্যেই সাউদাম্পটনে পৌছে অনুশীলন শুরু করে দিয়েছে। সেমিফাইনালে পা রাখতে হলে বাংলাদেশকে এ ম্যাচে জয়ের কোন বিকল্প নেই।
তাই বাংলাদেশ এই ম্যাচটিকে আলাদা গুরুত্ব দিচ্ছে। আফগানিস্তনাকে মোটেও হালকা ভাবে নিচ্ছে না বাংলাদেশ। বিশেষ করে গত ২২ তারিখ ভারতের সাথে আফগানিস্তানের ম্যাচের পর তাদের নিয়ে বাড়তি সতর্ক আছে। ভারতের সাথে ম্যাচ আফগানিস্তান জিততে জিততে হেরে যায়। বিশেষ করে মোহাম্মদ সামির পেস তাণ্ডবে আফগানরা জিতা ম্যাচ হেরে বসে।
বাংলাদেশ দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু সামনের ম্যাচ গুলো নিয়ে বলেন, ‘প্রতিটি ম্যাচই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। সাফল্য পেতে হলে প্রতিটি ম্যাচেই খেলোয়াড়দের শতভাগ দিয়ে খেলতে হবে। তা ছাড়া সব দলের বিপক্ষেই সতর্কভাবে খেলতে হবে, কাউকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই।’
আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে বাংলাদেশের প্রস্তুতি কতটুকু এ সম্পর্কে নান্নু বলেন, ‘প্রতিপক্ষ যে দলই থাকুক না কেন, সবার বিপক্ষেই খেলতে হবে। আমাদের প্রস্তুতিটা যথেষ্টই ভালো।’
সাইফউদ্দিন ও মোসাদ্দেক হোসেনের চোট নিয়ে তিনি জানান, ‘আপাতত দুজনের চোট সমস্যা আছে। তারা সেরে উঠছে। একটা লম্বা সফর, এমন সফরে চোটে আক্রান্ত হতেই পারে খেলোয়াড়রা। আশা করছি, তারা খুব দ্রুত সেরে উঠবে।’
সাইফউদ্দিনের চোট আগামী ম্যাচেই সেরে উটবে এমন প্রত্যাশা নিয়ে প্রধান নির্বাচক বলেন, ‘ওর চোট খুব একটা বড় নয়। আগে থেকেই ওর পিঠে ব্যথা ছিল। আমার মনে হয়, পরের ম্যাচের আগেই সে ফিট হয়ে উঠবে।’
বিশ্বকাপে এখন পর্যন্ত ছয় ম্যাচে পাঁচ পয়েন্ট লাভ করেছে বাংলাদেশ। পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে আছে বাংলাদেশ। সেমিফাইনালে খেলতে হলে বাকি তিন ম্যাচ জিততেই হবে বাংলাদেশকে। আগামীকাল বাংলাদেশ সময় বিকাল ৩.৩০ মিনিটে বাংলাদেশ আফগানিস্তানের মোকাবিলা করবে।
আরও পড়ুনঃ তীরে এসে তরী ডুবল আফগানিস্তানের!